সৌদি হাফে্যের আবৃতিতে প্রচলিত খতম তারাবী, বুলেট তারাবী না শর্টকাটে অনায়াসে তারাবীর প্রতিরাতেই ১৩ বার কোরআন খতমের নেকী?
- ইমাম হাসান আল বসরী(৬৪২-৭২৮ খৃঃ) বলেনঃ 'কুরআনকে নাযিল করা হয়েছে এর নির্দেশনা বলীর ভিত্তিতে কাজ করার জন্য কিন্ত তা না করে তারা { খতমে কোরআনের নামে} আবৃতিকে কাজ হিসাবে ধরে নিয়েছে।'
- বুলেট খতম তারাবীহ(৮/৯ দিনেই তারাবীতে খতম), সৌদি হাফেজের মাধ্যমে খত মে তারাবী [ সৌদি হাফেজ তারাবী পড়ালে অনেক বেশি নেকী হবে এই প্রত্যাশায় আমেরিকার মেরিল্যান্ডের বালটিমোর মসজিদে দেখেছি রামাদানে সৌদি হতে হাফেজ আনতে। সেই তারাবীতে অংশ নিয়েছি। যদিও বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় আরবদের হারিয়ে বাঙ্গালী হাফেজ তাদের থেকে পদকও ছিনিয়ে নিয়েছেন। ]
- শুধু নেকী অর্জনের জন্য খতমে তারাবী হ্লে মাত্র কয়েকটি সূরা দিয়েইতো রমজানে ৩৯০ বার কোরআন খতমের নেকী পাওয়া যাচ্ছে সেই সাথে প্রচলিত খতমে তারাবীর জন্য অতিরিক্ত যে সময় ব্যয় হচ্ছে সেই সময়টিতে প্রতিরাতে কোরআনের এক পারার মুল বক্তব্য ইমাম সাহেব অল্প কথায় অতি সংক্ষেপে তুলে ধরতে পারেন। খুব সহজেই দুকূল রক্ষা হচ্ছে; এক ঢিলে দুটিই পাওয়া যাবে । তারাবীতে ৩৯০ বার কোরআন খতমের নেকী ও পাওয়া গেল সেই সাথে প্রতি রাতে ১ পারা করে সম্পূর্ণ কোরআনের মুল বক্তব্যও জানার সুজোগ হল।
ইমাম হাসান আল বসরী(৬৪২-৭২৮ খৃঃ) বলেনঃ 'কুরআনকে নাযিল করা হয়েছে এর নির্দেশনা বলীর ভিত্তিতে কাজ করার জন্য কিন্ত তা না করে তারা { খতমে কোরআনের নামে} আবৃতিকে কাজ হিসাবে ধরে নিয়েছে।'
বুলেট খতম তারাবীহ(৮/৯ দিনেই তারাবীতে খতম), সৌদি হাফেজের মাধ্যমে খত মে তারাবী [ সৌদি হাফেজ তারাবী পড়ালে অনেক বেশি নেকী হবে এই প্রত্যাশায় আমেরিকার মেরিল্যান্ডের বালটিমোর মসজিদে দেখেছি রামাদানে সৌদি হতে হাফেজ আনতে। সেই তারাবীতে অংশ নিয়েছি। যদিও বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় আরবদের হারিয়ে বাঙ্গালী হাফেজ তাদের থেকে পদকও ছিনিয়ে নিয়েছেন। ]
শুধু নেকী অর্জনের জন্য খতমে তারাবী হ্লে মাত্র কয়েকটি সূরা দিয়েইতো রমজানে ৩৯০ বার কোরআন খতমের নেকী পাওয়া যাচ্ছে সেই সাথে প্রচলিত খতমে তারাবীর জন্য অতিরিক্ত যে সময় ব্যয় হচ্ছে সেই সময়টিতে প্রতিরাতে কোরআনের এক পারার মুল বক্তব্য ইমাম সাহেব অল্প কথায় অতি সংক্ষেপে তুলে ধরতে পারেন। খুব সহজেই দুকূল রক্ষা হচ্ছে; এক ঢিলে দুটিই পাওয়া যাবে ।
তারাবীতে ৩৯০ বার কোরআন খতমের নেকী ও পাওয়া গেল সেই সাথে প্রতি রাতে ১ পারা করে সম্পূর্ণ কোরআনের মুল বক্তব্যও জানার সুজোগ হল।
No comments:
Post a Comment