এক নজরে অগনিত অসংখ্য সওয়াব হাসিলের কিন্ত সবচেযেএক বারেই সহজ পথ:-যেমন ধরুন আমাদের ফুসফুসটা আসলেই কেমন!
'যারা দাড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে এবং চিন্তা -গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে; তারা বলে হে আমাদেরপ্রতিপালক! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি।সব পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি আগুনের শাস্তি থেকে বাচাও'[ ইমরান ৩ঃ১৯১]
আল্লাহ তায়ালার জিকির করার অর্থ হলো সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করা। 'فَبِأَيِّ آلَاءرَبِّكُمَا تُكَذِّبَانِ '"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে?"[আর রহমান ৫৫ঃ১৩] শুরুতেই একটিবার কেবলমাত্র ফুসফুস নিয়েই ভাবা যাক:
শ্বাস প্রশ্বাস চালানোর জন্য দেহের অনেক যায়গা দরকার। ১]ফুসফুসে২৪০০কিঃমিঃ(১৫০০মাইল)বায়ুপথ থাকে এবং ৩০০ থেকে ৫০০ মিলিয়ন গর্ত থাকে।তার মানে যদি ফুসফুসের সব শিরা ও গর্ত ভাজমুক্ত করে একের সাথে অপরের জোড়া লাগিয়ে সাজানো হয় তবে এটা ৯৯২কিঃমিঃলম্বা হবে।
২] আমাদেরফুসফুসের মধ্যে ৩০০ মিলিয়ন কৈশিকনালী আছে যা আমেরিকাকে আড়াআড়ি ভাবে বেষ্টন করবে।
৩] ফুসফুসের ভিতরে যে যায়গা রয়েছে সেটি একটি টেনিস কোর্টের এক দিকের প্রায় সমান হবে।
৪] প্রতি ২৪ ঘণ্টায় ফুসফুস ২৩,০০০ বার নিশ্বাস নেয়।
সৃষ্টি নিয়ে ভেবে এভাবে প্রতি মূহুর্তে আমরা কত পূর্ণ লাভ করতে পারি? এটাই আসল জিকির ।
No comments:
Post a Comment