Wednesday, April 15, 2020

এক সেকেন্ড

 কখন ও ভাবা সম্ভবঃমাত্র এক সেকেন্ডের এই অতি কিঞ্চিৎ সময়ের মধ্যেই কি কি ঘটছে!
                         মানব দেহে সেকেন্ডের মধ্যেইঃ
১ ] ৩ মিলিয়ন লাল রক্ত কনিকা (RBC) তৈরী হচ্ছে।
২ ] প্রাপ্ত বয়স্করা প্রতি সেকেন্ডে কোষ হারাচ্ছে ৬৯৪৪৪৪ (প্রায় ৭লক্ষ)
৩] ব্রেইনে প্রতি সেকেন্ডে এক লক্ষ (১০০০০০)রাসায়নিক ক্রিয়া ঘটছে।
প্রতি সেকেন্ডে মহাবিশ্বে যা ঘটে যাচ্ছেঃ
১] চার হাজার আটশ' তারা জন্ম নিচ্ছে।
২] ৬ বিলিয়ন টন ভর হারাচ্ছে সূর্য।
৩] ১০ টি তারা বিস্ফোরিত হয়ে ব্লাকহোল অথবা নিউট্রন তারা বানাচ্ছে।
৪] মহাবিশ্বের পরিধি বাড়ছে ৪৫ মাইল ।
ভাবা সম্ভবঃ- শূন্য কেলভিন তাপমাত্রায় একটি অনুত্তেজিত সিজিয়াম ১৩৩ পরমাণুর ৯,১৯২,৬৩১,৭৭০ টি স্পন্দন ( ৯১৯ কোটির উপ্ রে ) সম্পন্ন করতে যে সময় লাগে সেটি আমাদের অতি পরিচিত অতি ক্ষুদ্র ১ সেকেন্ড ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
‘নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবী সৃষ্টিতে এবং দিবা-রাত্রিরআবর্তনের মধ্যে বোধসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে।যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবংমহাকাশ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা-গবেষণা করে এবং বলে,হে আমাদের প্রতিপালক! এ সবকিছু তুমি অনর্থক সৃষ্টি করনি।সব পবিত্রতা একমাত্র তোমারই। আমাদের তুমি দোজখেরশাস্তি হতে বাঁচাও। (সূরা আল-ইমরান ১৯০-৯১)

* মৌমাছি প্রতি সেকেন্ডে ২০০ বার পাখা ঝাপটাতে সক্ষম।

No comments:

Post a Comment