কখন ও ভাবা কি সম্ভবঃ প্রতি দিন ২৪ ঘণ্টায় আমাদের দেহে কি কি ঘটছে।
'যারা দাড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে এবং চিন্তা -গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে; তারা বলে হে আমাদের প্রতিপালক! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি।সব পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি আগুনের শাস্তি থেকে বাচাও' [ ইমরান ৩ঃ১৯১]
আল্লাহ তায়ালার জিকির করার অর্থ হলো পৃথিবী ও পৃথিবীর বাইরের জগত সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করা।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে?[আর রহমান ৫৫ঃ১৩ ]
চোখঃপ্রতিদিন (প্রতি ২৪ ঘণ্টায়)২৩হাজার বার পলক ফেলে। মানবদেহে প্রতিদিন ১০০ মিলিয়ন থে কে ১ বিলিয়ন ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।তবে তাদের বেশির ভাগ ক্ষতি করেনা বরং অংশবিশেষ উপকা রী।
*পাকস্থলীঃ প্রতি দিন (২৪ ঘণ্টায়) ২ লিটার এসিড তৈরি করে।
*ফুসফুসঃ প্রতিদিন (২৪ ঘণ্টায়) ২৩,০০০ বার নিশ্বাস নেয়।
*হার্টঃ প্রতিদিন ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহি ত করে।
*রক্তঃ প্রতিদিন ১৯,৩১২ কিঃমিঃ দূরত্ব অতিক্রমকরে।
* হার্ট ঃ প্রতিদিন স্পন্দিত হয় ১00,000 বার।
*হার্ট ঃ প্রতিদিন ২হাজার গ্যালন রক্ত পাম্পিং করে।
*প্রাপ্ত বয়স্কদেরঃ প্রতিদিন ৫০ থেকে৭০বিলিয়ন দেহ কোষ নষ্ট হয়।
আ যে সবের বেশির ভাগ হচ্ছে রক্ত ও স্কিন কোষ যারা প্রতিনিয়ত আবা র তৈরী হচ্ছে।
*ব্রেইন সেলঃ প্রতিদিন নষ্ট হয়১ লক্ষ ৯০ হাজার ।তার ভিতর নিউরন হচ্ছে
৯ হাজার।
* দেহে প্রতিদিন ৩০০ বিলিয়ন নতুন কোষ তৈরি হয়।
*যকৃতঃ প্রতি দিন ১,৫০০ লিটার রক্ত শোধন করে।
*একজন পুরুষঃ প্রতি দিনে ১০ মিলিয়নের মত শুক্র তৈরী করে।
No comments:
Post a Comment