ইসলাম অর্থ স্রষ্টার নিকট আর্তসমর্পণ। সব নবীর ই ধর্ম ইসলাম। মুসলিম হলো স্রষ্টার নিকট আর্তসমর্পণ কারী। ইসলাম,মুসলিম সর্বজনীন/বিশ্ব জনীন শব্দ, এক চেটিয়া আধিপত্য কারো থাকার ক্থা ণয়। কোরআন বলছে, স্বেচ্ছায় , অনিচ্ছায় বিশ্বপ্রকৃতির সকলেই অনুসারী ইসলামের।ইসলাম,মুসলিম শাব্দিক অর্থেই সর্বজনীন -কক্ষনও সাম্প্রদায়িকতার বা সাম্প্রদায়িক হবার সুযোগ নেই।আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাঁরই অনুগত হবে এবং তাঁর দিকেই ফিরে যাবে।= আসল কথা হচ্ছে, প্রকৃতির কোনো নিয়ম/আইন না কেউ ( বিঞান) বানাতে পারে বা এতে কোনো রকম কিঞ্চিত ও পরিবর্তন আনতে পারে। মানে পরিষ্কার ঃ = স্বেচ্ছায় , অনিচ্ছায় বিশ্বপ্রকৃতির সকলেই এটি মানতে বাধ্য। এই গণ্ডির ভিতরে থেকে মানুষ যে স্বাধীনতা পেয়েছে তা ও ইসলাম নিরধারিত গণ্ডি- এর বাইরে যাবার কোনো সুজোগ ই অবশিষ্ট থাকছে না।
সম্প্রতি নাস্তিক বিজ্ঞানীদের শেষ দাবি ছিল- একটি এনটি পারটিকেলের সাথে কিছু ইনারজী্ যোগ করলে পারটিকেল নতুন করে বানানো স্ম্ভব; ভালো কথা কিন্ত এই এনটি পারটিকেল ও ইনারজী্ কোথা থেকে আসবে বা কোথায় মিলবে তার ব্যাখ্যা দিতে পারছেননা। শূন্যে কিছুই থাকেনা তাহলে কনা, শক্তি কে সরবরাহ করবে? ঘুরে ফিরে সেই একই কথা- স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নিরধারিত এই সীমা আতিক্রম করার ক্ষমতা কারও নাই।
একজন মুসলিমের সাথে ইহুদির কথা হচ্ছিল। লোকটি ইহুদিকে বলেন, 'সব নবী - রাসুলদের মধ্যে আমাদের নবী সেরা।' জবাবে ইহুদি বলেন, 'না, সকলের মধ্যে সেরা হচ্ছে মু্সা' একথা শুনে লোকটি ইহুদির গালে চড় কষে দিলে তিনি সাথে সাথে রাসুলের (দঃ) কাছে যেয়ে ঘটনা খুলে বললেন। তিনি (দঃ) তাদের বলেন যে হাশরের মাঠে তিনি সবার আগে উঠবেন। আল্লাহ পাকের আরসের কাছে যেতেই দেখবেন, মুসা সেখানে উপস্তিত।' এ কথা থেকে পরিষ্কার- শুধুমাত্র আমাদের ইসলাম সেরা, আমরা সেরা, আমাদের নবী সেরা-সেরার আসল মাপকাঠি এটি ণয়। সে জন্য আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভী আল খোমেনী বলেছিলেন- দুনিয়ার প্রত্যেক মুসলমান মাত্র এক বালতি পানি ছুড়ে মারলে ইসরাইল সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যেত।কজনের সাথেই পারছিনা কারন আমাদের হুঙ্কার/দাবি - আমরাই সেরা, আমাদের সব সেরা। হারলেও আমরা।
একজন মুসলিমের সাথে ইহুদির কথা হচ্ছিল। লোকটি ইহুদিকে বলেন, 'সব নবী - রাসুলদের মধ্যে আমাদের নবী সেরা।' জবাবে ইহুদি বলেন, 'না, সকলের মধ্যে সেরা হচ্ছে মু্সা' একথা শুনে লোকটি ইহুদির গালে চড় কষে দিলে তিনি সাথে সাথে রাসুলের (দঃ) কাছে যেয়ে ঘটনা খুলে বললেন। তিনি (দঃ) তাদের বলেন যে হাশরের মাঠে তিনি সবার আগে উঠবেন। আল্লাহ পাকের আরসের কাছে যেতেই দেখবেন, মুসা সেখানে উপস্তিত।' এ কথা থেকে পরিষ্কার- শুধুমাত্র আমাদের ইসলাম সেরা, আমরা সেরা, আমাদের নবী সেরা-সেরার আসল মাপকাঠি এটি ণয়। সে জন্য আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভী আল খোমেনী বলেছিলেন- দুনিয়ার প্রত্যেক মুসলমান মাত্র এক বালতি পানি ছুড়ে মারলে ইসরাইল সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যেত।কজনের সাথেই পারছিনা কারন আমাদের হুঙ্কার/দাবি - আমরাই সেরা, আমাদের সব সেরা। হারলেও আমরা।