Saturday, May 25, 2019

তারাবীহতে ৩৭৭ বার খতমের নেকী সেই সাথে সম্পূর্ণ কোরআনের মুল কথা জানার সহজ পন্থা।

তারাবীহতে  ৩৭৭ বার খতমের নেকী  সেই সাথে সম্পূর্ণ কোরআনের মুল কথা জানার সহজ পন্থা।



রামাদান মাসের  তারাবীহ নামাজের এক দিনেই 
  •  ৬ রাকাতে ১বার করে সুরা এখলাস পড়লে ২ বার কোরআন খতমের নেকী পাওয়া যাবে। 
     ৪ রাকাতে ১বার করে সুরা কাফেরুন পড়লে ১ বার কোরআন খতমের নেকী পাওয়া যাবে। 
      বাকি ১০ রাকাতে  সব মিলিয়ে মাত্র ১বার  সুরা ইয়াসিীন পড়া  হলে  ১০ বার কোরআন খতমের নেকী পাওয়া যাবে। সব মিলে ২০ রাকাতে ১৩ বার কোরআন  খতমের নেকী এক রাতেই মাত্র ৩ সূরার মাধ্যমে।  
    রামাদান মাসে কত বার খতমের নেকী পাওয়া যাচ্ছে?
    ২৯ দিন * ১৩ বার = ৩৭৭ বার কোরআন খতমের নেকী। 
    কোরআনের অক্ষর সংখ্যা ৩,৩৮,৬০৬   হলে 
    কোরআন পড়লে বা শুনলে প্রত্যেকটি অক্ষরের জন্য পাওয়া যাবে ১০ নেকী।
     জামাতে নামাজ জুমা মসজিদে আদায় করা হলে ৫০০ গুন বেড়ে যাবে নেকী
     আর রামাদান মাসে নেকী হাজার গুন বেশি পাওয়া যাবে।
    সব গুলো গুন করে যোগ করলে দাড়ায় সর্বমোট=
      ৩,৩৮,৬০৬ * ১০*৫০০ *১০০০ = ১৬৯৩০৩০০০০০০০ 
      ১৬ হজার কোটিরও উপরে নেকী।  
     রামাদান মাসে ৩৭৭ বার কোরআন খতমের নেকী
    ৩৭৭*  ১৬৯৩০৩০০০০০০০=  ৬৩৮২৭২৩১০০০০০০০নেকী।
    ৬৩ লক্ষ কোটির উপরে।
  •  ফেস বুকের জৈনিক বন্ ধু প্রশ্ন তুলেছেনঃ
  • রামাদান মাসে কুরআন পড়ার দারুন হিড়িক লাগে।
  •  কিন্তু কুরআন পড়ার মানে কি?
  •  প্রচলিত অর্থে কুরআন পড়ার মানে আসলে আবৃতি করা, অবশ্যই পড়া নয়। বর্তমানে মুসলমানরা  আবৃতিকে পড়া বলে চালাকি  করে চলছে!  আর সে কথা প্রকাশ না করে আমরাও কি সবাই নিজেদের সাথে চালাকি  করেই চলছি? 
  • আবৃতি হচ্ছে একধরনের শিল্পকলা (ফাইন আর্টস)। আবৃতির  মাধ্যমে  আমরা তাকে  পড়া বলে চালিয়ে  ফাঁকি দিচ্ছি না তো!
  • ইমাম হাসান আল বসরী(৬৪২-৭২৮ খৃঃ) বলেনঃ 'কুরআনকে নাযিল করা হয়েছে এর নির্দেশনা বলীর ভিত্তিতে কাজ করার জন্য কিন্ত তা না করে তারা  { খতমে কোরআনের নামে}   আবৃতিকে কাজ হিসাবে ধরে নিয়েছে।' 
  • বুলেট খতম তারাবীহ(৮/৯ দিনেই খতম), সৌদি হাফেজে খতম   তারাবীহ [ সৌদি হাফেজ পড়ালে নাকি বেশি নেকী হবে এই প্রত্যাশায় আমেরিকার মেরিল্যান্ডের বালটিমোর মসজিদে দেখেছি রামাদানে সৌদি হতে হাফেজ আনতে।আমি সেই তারাবীহতে অংশ নিয়েছি। যদিও বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক কেরাত  প্রতিযোগিতায় আরবদের হারিয়ে বাঙ্গালী হাফেজ  প্রথম  পদকও ছিনিয়ে নিয়েছেন। ]
  •  শুধু নেকী অর্জনের জন্য খতম তারাবীহ হ্ লে  সূরা তারাবীর মধ্যমেই তো ৩৭৭ বার কোরআন খতমের নেকী পাওয়া যাচ্ছে সেই সাথে খতম তারাবীর জন্য অতিরিক্ত যে সময় ব্যয় হতো সেই সময়টিতে প্রতিদিন কোরআনের এক পারার মুল বক্তব্য ইমাম সাহেব  অল্প কথায় বুঝিয়ে  দিতে পারেন।  অতি সহজেই দুটিই পাওয়া যাবে।  
    তারাবীহতে  ৬৩ লক্ষ কোটির উপরে নেকী পাওয়া গেল সেই সাথে সম্পূর্ণ কোরআনের মুল বক্তব্যও জানার সুজোগ হল। 
  • ৩৭৭*  ১৬৯৩০৩০০০০০০০=  ৬৩৮২৭২৩১০০০০০০০নেকী।
  • কোরআন নাজিলের মাসে 
  • কোরআনের চুম্বক বিষয় আবগত হবার নেকী সেই সাথে ৩৭৭ খতমের নেকী।

No comments:

Post a Comment