Saturday, August 1, 2020

আমাদের ব্রেইনের অপার ক্ষমতা, আমরা কি জানি!

“আর তোমাদের মধ্যেই রয়েছে নিদর্শন, তোমরা কি দেখো না?”-  সূরা যারিয়াত, আয়াত ২১।                     গড়ে একজন   মানুষ তার ব্রেইনের সব ক্ষমতার মাত্র ১০ ভাগ ব্যাবহার করে থাকে। ভাবতে পারা যায়, যদি সে ১০০ ভাগই ব্যাবহার  করতে   পারত!(The secrets of the Universe.)

                                                  ব্রেইন :                                      *ব্রেইনের ক্ষুদ্র ক্ষুদ্র ভাজগুলো ছাড়িয়ে দেয়া হলেএকটা বালিশের আকার পাবে  
*একজন মানুষের ব্রেইনের ক্ষমতা কয়েক  সুপার কম্পিউটারের চাইতেবেশি
* মানব ব্রেইন  থেকে১০০০ টেরাবাইট তথ্য ধারন করতে সক্ষম। 
যেখানেযুক্তরাজ্যের ন্যাশনাল আর্চিবের পরিমাণ হচ্ছে৭০ টেরাবাইট তথ্য (যুক্তরাজ্যের ৯০০বছরের ইতিহাস যে     স্থানে  সংরক্ষিত  রয়েছে )
* ব্রেইনে প্রতি সেকেন্ডে ১০০,০০ রাসায়নিক ক্রিয়া ঘটে
* ব্রেইন দেহের  ভাগ মাত্র
* কিন্ত দেহের  সব অক্সিজেন  ক্যালরির ২০ ভাগ সে একাই কাজে লাগায়
* দেহের ৭৫পানি দিয়ে হলেও ব্রেইনের ৮০ % কিন্ত পানি দিয়ে  গঠিত
*ব্রেইনের ১০০ বিলিয়ন স্নায়ুকোষ রয়েছে যারা দেহের মধ্যে  সংবাদ আদান প্রদান করে 
*ব্রেইন থেকে সংকেত স্নায়ুর মাধ্যমে ঘণ্টায় ১৭০মাইল  বেগে ভ্রমণ করে
*নারী পুরুষ নির্বিশেষে দেড় কেজি ওজনের একটা মানব ব্রেইনে রয়েছে মোট ১০০ বিলিয়ন নার্ভ সেল যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১৫ গুন, এবং গর্ভাবস্থায় প্রতি মিনিটে প্রায় ২,৫০,০০০ (আড়াই লাখ) করে নতুন ব্রেইন সেল তৈরী হতে থাকে এবং তা জন্মের পর অল্প কিছুদিন পর্যন্ত চলতে থাকে। এই ১০০ বিলিয়ন নার্ভসেল কে সচল রাখতে ব্রেইনে রয়েছে প্রায় ১০০,০০০ (এক লক্ষ) মাইল দীর্ঘ রক্ত নালী।

No comments:

Post a Comment